তারেক-ইউনূস বৈঠক দেশে হলে ভালো হতো: এনসিপির সারোয়ার তুষার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশে হলে আরও তাৎপর্যপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “শোনা যাচ্ছে তারেক রহমান দেশে ফিরবেন। গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এমন একটি আলোচনা দেশের মাটিতে হলে সেটা আরও তাৎপর্যপূর্ণ হতো। লন্ডনে কেন? বিএনপি তো নিজেরাই বলেছে ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু এখন দেখা যাচ্ছে—সবার আগে লন্ডন!”
বৈঠক প্রসঙ্গে তিনি জানান, এনসিপি প্রাথমিকভাবে এ বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে। তবে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতি নিয়ে তিনি কিছু প্রশ্ন তোলেন। তার বক্তব্য, “যৌথ বিবৃতিটি একটি দ্বিপক্ষীয় বিবৃতি হয়ে গেছে। এটি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রস্তুত হতো, তবে সেটি বেশি গ্রহণযোগ্য হতো।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা এক সময় বলেন—নির্বাচন অমুক তারিখে হতে পারে, আবার একটি দলের সঙ্গে আলোচনা করে সেটি পরিবর্তনের কথা বলেন। এতে করে জনগণের কাছে কী বার্তা পৌঁছায়? বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত যদি বাংলাদেশেই হয়, তাহলে সেটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ভালো ইমপ্রেশন সৃষ্টি করত।”
আপনার মতামত লিখুন