জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে নারীদের আসন ও সংবিধানের ৭০ অনুচ্ছয়ে একমত প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে নারীদের ১০০ সংরক্ষিত আসন এবং সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের দুটি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের বিরতিতে তিনি বলেন, আস্থা ভোট ও অর্থবিল নিয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যদিও এই দুই বিষয় জাতীয় সনদ থেকে বাদ থাকবে।
তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে (যেমন যুদ্ধকালীন) সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকারে সীমাবদ্ধতা থাকবে বলে তাদের লিখিত প্রস্তাব রয়েছে।
বিএনপির এ নেতার ভাষ্য অনুযায়ী, আস্থা ভোট ও অর্থবিল জাতীয় সনদে থাকবে এবং সবাই সেই সনদে স্বাক্ষর করবেন। বাকি বিষয়ে প্রয়োজনে ক্ষমতায় আসার পর সংযুক্ত করার সুযোগ থাকবে।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির আসন বিরোধী দলীয় প্রাপ্তির ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, ইস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডার টেকিং কমিটিসহ গুরুত্বপূর্ণ কমিটিগুলোর বিষয়ে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নারীদের সংরক্ষিত ১০০ আসনের বিষয়ে সব দল একমত হলেও নির্বাচনী পদ্ধতি নিয়ে আলোচনা এখনও চলছে।
সালাহউদ্দীন আহমেদ এসব তথ্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জানান।
আপনার মতামত লিখুন