জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে: ঐকমত্য কমিশনের সহ-সভাপতির আশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে: ঐকমত্য কমিশনের সহ-সভাপতির আশা

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে তাহলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আলী রীয়াজ উল্লেখ করেন, যদিও সব বিষয়ে একমত হতে পারেননি, তবু জাতির স্বার্থে ছাড় দেওয়া হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া। এই বিষয়ে যে দ্বিমত রয়েছে, সেগুলো নিয়ে ঐক্যমত্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।

১৭ থেকে ১৯ জুন পর্যন্ত বিএনপি সহ মোট ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।