ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা

ঢাকা ও সারাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

পরবর্তী কয়েকদিনেও এ ধরনের আবহাওয়ার প্রবণতা বজায় থাকবে। ১৮ থেকে ২১ জুন পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের প্রবণতাও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।