কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহান গ্রেপ্তার

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সরওয়ার জাহান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে কুষ্টিয়া-১ আসন থেকে নির্বাচিত হন। তার বিরুদ্ধে দুর্নীতি মামলায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেন। মামলায় বলা হয়েছে, সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকা ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন।
তদন্তকালে জানা গেছে, তারা অর্জিত অবৈধ সম্পত্তি বিদেশে পাচারের চেষ্টা করছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মামলা এখনো তদন্তাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন