নির্বাচন ও নগর নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি: কমিশনার সাজ্জাত আলী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
নির্বাচন ও নগর নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি: কমিশনার সাজ্জাত আলী

নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সবসময় প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৮ জুন) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মে-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে। শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে সফল করতে হবে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি সর্বদা প্রস্তুত রয়েছে।

সভায় তিনি আরও বলেন, যেকোনো অপরাধের ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার বাড়াতে হবে। ডিবি পুলিশসহ সব সদস্যদের আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে যেন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম এবং নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দাগী আসামিদের গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট তামিলের হার আরও বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়িয়ে ওয়ারেন্ট তামিলের হার বাড়াতে হবে। ভাড়াটিয়াদের তথ্য দ্রুত সিআইএমএস-এ অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই আন্দোলনের মামলাগুলোর তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি ঝটিকা মিছিল প্রতিরোধে থানাগুলোকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন, যেখানে ডাকাতি, দস্যুতা, চুরি, খুন, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলার তথ্য উপস্থাপন করা হয়।

সভা শেষে মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।