“যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপস নয়” — আয়াতুল্লাহ খামেনির ঘোষণা শুনে তেহরানে গণজোয়ার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির “যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপস নয়” ঘোষণায় দেশজুড়ে ব্যাপক উল্লাসের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে তেহরানসহ অন্যান্য শহরে ইরানিরা জাতীয় পতাকা হাতে আনন্দ শো ডাউন করেছে।
মোটরসাইকেল, পিকআপ ও গাড়িতে চড়ে তারা শহরের রাস্তাগুলো প্রদক্ষিণ করেন, জাতীয়তাবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। খামেনির যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পের ঘোষণা নতুন করে ইরানিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলেছে।
অন্যদিকে, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতি নন, তার সামরিক ও পররাষ্ট্র নীতি আমেরিকার নয়।” তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানান বিক্ষোভকারীরা।
সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাত উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিক্রিয়া ও বিক্ষোভ তীব্র হচ্ছে।
আপনার মতামত লিখুন