তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

ইসরাইল-ইরান সংঘাতের মধ্যে তুরস্ক তাদের ইরানের সঙ্গে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে বলে রয়টার্সকে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র। তবে এখন পর্যন্ত ইরান থেকে কোনো অস্বাভাবিক অভিবাসনপ্রবাহ দেখা যায়নি।
সূত্র জানায়, তুরস্ক স্বনির্ভর রাডার ও অস্ত্রব্যবস্থার মাধ্যমে স্তরবিন্যস্ত ও সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এর উদ্দেশ্য দেশটির সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখা।
ইসরাইল যখন ইরানে হামলা চালায়, তখন তুরস্কের “কুইক রিঅ্যাকশন অ্যালার্ট” বিমানগুলো সীমান্তে উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য টহল অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন