জাতীয় সাংবিধানিক কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচনে সমাধান হয়নি: বিএনপির সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দিনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
সালাহউদ্দিন বলেন, “গত তিন দিনের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে কথা হয়েছে। গতকাল এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হলেও তাতে কোনো সমাধান হয়নি, তাই আজও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি জানান, “রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে, রাষ্ট্রপতি কে বা কারা নির্বাচিত করবেন, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে কিনা—এসব বিষয়ে আলোচনা চলছে। ইলেকটোরাল ভোটের পদ্ধতিও এখনও আলোচনার বিষয়।”
প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। স্বৈরাচারী শাসন রোধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। তখন আলাদা কোনো এনসিসি গঠনের প্রয়োজন পড়বে না।”
আপনার মতামত লিখুন