বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আত্মপ্রকাশ করল বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আত্মপ্রকাশ করল বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘সবার উপরে দেশ’ মূলমন্ত্রকে ধারণ করে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)’ আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের নেক্সাস ক্যাফে মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান, মেজর (অব.) মো. রাজিবুল হাসান, জাপান-বাংলা গ্রুপের চেয়ারম্যান মো. সেলিম প্রধান, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম, মেজর (অব.) রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজ্জাদ হোসেন ইউনুস, শ্রমিক নেতা মো. শাহাদাৎ হোসেন, ছাত্রীনেত্রী আনিকা তাসলিম খান তাবাসসুম, বাংলাদেশ মহাজীর ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মো. আয়েজ আহমেদ সিদ্দিকসহ আরও অনেকে।

লেখিত বক্তব্যে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান বলেন, “বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান, যেখানে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন ন্যায়ের পক্ষে। আজ সেই চেতনাকে নানা ফ্যাসিবাদী শক্তি হুমকির মুখে ফেলেছে।”

তিনি আরও বলেন, “গত জুলাই আন্দোলনে তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ কাঁপিয়েছে, যা প্রমাণ করে জাতি এখনও ন্যায় ও স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমরা সেই শক্তির প্রতিনিধিত্ব করতে চাই, যা সকল বৈষম্যের বিরুদ্ধে এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান আগামী ২০ জুন ২০২৫ (শুক্রবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে গণমানুষের দল, যেখানে জনআকাঙ্ক্ষাই হবে পথনির্দেশক। দলটি ন্যায্য অধিকার, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার এবং স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।