রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদে অগ্রগতি, আলোচনা স্থগিত ২২ জুন পর্যন্ত: জামায়াত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের দ্বিতীয় পর্বের বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত দুটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের জানান, “দুটি পয়েন্টে মোটামুটি অগ্রসর হয়েছি। এর মধ্যে একটি হলো রাষ্ট্রপতি নির্বাচন। এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে।”
অন্যটি ছিল প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত। তাহের বলেন, “এখানে অনেকটাই সংখ্যাগরিষ্ঠ দল একমত হয়েছে যে, কেউ পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তবে বিএনপিসহ কিছু দল পুরোপুরি একমত নয়। তারা বলেছে, একজন ব্যক্তি পরপর দুই মেয়াদ প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এরপর একটি মেয়াদ বিরতি দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন।”
তাহের আরও বলেন, “একটা সাইড রেফারেন্স আমাদের মধ্যে রয়েছে। তবে বেশিরভাগ রাজনৈতিক দল বিশ্বাস করে, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।”
প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্রান্ত আরও কিছু এজেন্ডা থাকলেও সময়ের অভাবে সেগুলোর আলোচনা বৃহস্পতিবার সম্ভব হয়নি। এসব অসমাপ্ত বিষয় নিয়ে আগামী ২২ জুন আবার আলোচনা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন