সেনাপ্রধানের ছয় প্রস্তাব সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ভুয়া: সেনাবাহিনী
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ‘নির্বাচন আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ৬ প্রস্তাব’ শিরোনামের একটি পোস্টকে ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, সেনাপ্রধানের নামে প্রচারিত ওই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
ফেসবুকে অনুসন্ধান করে দেখা গেছে, সেলিম মাহমুদ নামের একটি আইডি থেকে এই পোস্টটি ছড়ানো হয়েছে। এতে দাবি করা হয়েছে, সেনাপ্রধান নির্বাচন আয়োজন বিষয়ে ছয়টি প্রস্তাব দিয়েছেন। তবে সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের কোনো প্রস্তাব সেনাপ্রধানের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং এটি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।
সেনাবাহিনী নাগরিকদের অনুরোধ জানিয়েছে, যাচাই না করে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হতে এবং দায়িত্বশীল আচরণ করতে।
আপনার মতামত লিখুন