৫ আগস্ট ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা হবে: ফারুকী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
৫ আগস্ট ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা হবে: ফারুকী

আগামী ৫ আগস্ট থেকে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ জাতীয় দিবস হিসেবে পালন এবং এ দিন সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফারুকী জানান, জুলাই মাস জুড়ে গণ-অভ্যুত্থানকে ঘিরে কর্মসূচি গ্রহণ করা হবে। এ কর্মসূচি শুরু হবে ১ জুলাই থেকে এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। তিনি বলেন, “যেভাবে সেই আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরাও কর্মসূচিগুলো তেমনভাবেই গঠন করবো, যাতে ঐক্যের বার্তা পৌঁছায়।”

তিনি আরও জানান, রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবসের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হবে এবং দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে ফারুকী রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম— বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, “এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করবেন।”