ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আলজাজিরার খবর অনুযায়ী, হাজার হাজার মানুষ তাদের নেতাদের প্রতি সমর্থন জানিয়ে ফিলিস্তিনের প্রতি একাত্মতার স্লোগান দেন এবং যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত ফুটেজে দেখা যায়, তেহরান ছাড়াও উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং দক্ষিণের শিরাজ শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে, যা পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় হামলার মাধ্যমে ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী পাল্টা প্রতিশোধ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ শীর্ষক ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে।