ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসে ইসরায়েলের সক্ষমতা নেই: ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসে ইসরায়েলের সক্ষমতা নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংস করার মতো সামরিক সক্ষমতা ইসরায়েলের নেই। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) নিউজার্সির মোরিস্টাউন মিউনিসিপাল বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোরদোর একটি ছোট অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে পৌঁছাতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই। তবে সম্ভবত এমন প্রয়োজনও পড়বে না।”

চলমান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, ইসরায়েল এই যুদ্ধে ইরানের তুলনায় অনেক ভালো করছে এবং জয়ের দিকে এগোচ্ছে। তিনি বলেন, “যদি কেউ জয়ী হয়, তাহলে তাকে থামানো কঠিন হয়ে পড়ে।” তবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় প্রস্তুত এবং ইরানের সঙ্গেও সংলাপ চালাচ্ছে।

একইদিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে বলেন, “ইসরায়েলের আগ্রাসন চলাকালীন অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না।” তিনি আরও বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এসব স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আত্মরক্ষা ইরানের অধিকার এবং তা প্রয়োগ অব্যাহত থাকবে।”

তেহরান আরও স্পষ্ট করে জানায়, আলোচনা হতে হলে প্রথমে ইসরায়েলের জঘন্য হামলার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। এরপরই কেবল কূটনৈতিক পথ বিবেচনায় নিতে পারে তারা।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরাক অভিযোগ করে জানায়, বৈঠকের ঠিক আগমুহূর্তে ইসরায়েলের অন্তত ৫০টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। বিষয়টি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা।