ইরান-ইসরায়েল সংঘাত: যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে ইসরায়েলে পৌঁছাল ১৪ সামরিক কার্গো বিমান

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে পাঠানো ১৪টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে এসে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। এসব বিমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও সহায়তা উপকরণ রয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরানবিরোধী সামরিক অভিযানের পর থেকেই আকাশ ও সমুদ্রপথে অস্ত্র ও সরঞ্জাম পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। নতুন করে আসা এই চালানটি সেই ধারাবাহিকতার অংশ।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই সামরিক সরঞ্জাম ইসরায়েলি বাহিনীর অপারেশনাল প্রস্তুতি আরও শক্তিশালী করবে। তবে পাঠানো সরঞ্জামের ধরন বা পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। একইভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইসরায়েল যখন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে, তখন থেকেই এই সংঘাতের সূচনা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে থাকে। এ পর্যন্ত ইরানের দাবি অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে ৬৩৯ জন নিহত ও ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানের হামলায় তাদের অন্তত ২৫ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছে।
এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের কাছে এই ধরনের আন্তর্জাতিক সামরিক সহায়তা নতুন করে সংঘাতের মাত্রা বাড়ানোর আশঙ্কা তৈরি করছে বলে মত দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন