ইরানের আইআরজিসির আরেক কমান্ডারকে হত্যা করলো ইসরায়েল

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক সামাজিক মাধ্যম পোস্টে দেওয়া বিবৃতিতে আইডিএফ জানায়, নিহত কমান্ডার আমিন পউর জোধকি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত চালকবিহীন উড়ন্ত যান (ইউএভি) হামলার দায়িত্বে ছিলেন।
ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, আমিন পউর জোধকি সম্প্রতি আইআরজিসির ড্রোন বাহিনীর কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করছিলেন। এর আগে গত ১৩ জুন একই বাহিনীর আরেকজন কমান্ডার তাহার ফুরকে হত্যার কথা জানায় আইডিএফ। ধারণা করা হচ্ছে, তাহার ফুরকের মৃত্যুর পর আমিনই তার দায়িত্ব পালন করছিলেন।
এই হামলার পেছনে ইসরায়েলের লক্ষ্য ছিল ড্রোন আক্রমণ ব্যবস্থাপনায় ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া। সূত্র অনুযায়ী, এই ঘটনাটি ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কারণে সংঘর্ষ আরও তীব্র হয়ে উঠছে। সূত্র: আল–জাজিরা, টাইমস অব ইসরায়েল।
আপনার মতামত লিখুন