“ইরান চাইলে কয়েক সপ্তাহেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে”—যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য দাবি তুলসি গ্যাবার্ডের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
“ইরান চাইলে কয়েক সপ্তাহেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে”—যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য দাবি তুলসি গ্যাবার্ডের

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ধারণা করা যায়—ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। শুক্রবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এই তথ্য প্রকাশ করেন তিনি।

গ্যাবার্ড বলেন, “যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইরান এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তারা চাইলে খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।” এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এটি ঘটতে দেওয়া যাবে না—এবং আমি তার সঙ্গে একমত।”

তবে এই মন্তব্যকে ঘিরে বিতর্কও সৃষ্টি হয়েছে। কারণ, গত মার্চে গ্যাবার্ড বলেছিলেন, “মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।” সেই মন্তব্য এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে। গ্যাবার্ড দাবি করেছেন, তার আগের মন্তব্যকে মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

অন্যদিকে, ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের রয়েছে। আন্তর্জাতিক মহলে এই ইস্যু নতুন করে উদ্বেগ ও উত্তেজনার জন্ম দিয়েছে।