তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মুসলিম দেশগুলোকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মুসলিম দেশগুলোকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ইরানের পাশে অটলভাবে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবং ইরানে হামলা করে পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধকে আরও বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া থেকে বিরত থাকতে হবে।

ফিদান ইসরায়েলি আগ্রাসনকে আঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, এটি ইয়েমেন, ইরান, ফিলিস্তিন বা সিরিয়ার সমস্যা নয়, আসল সমস্যা ইসরায়েল।

তিনি উল্লেখ করেন, তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করবে।

ওআইসির সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ইসরায়েলের উস্কানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অটল সংহতি প্রকাশ করার ওপর গুরুত্ব দেন ফিদান। তিনি বলেন, সদস্য দেশগুলোকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শন করতে হবে।