‘বিএনপির কাছে নিজের নেতাকর্মীও নিরাপদ নয়, তাহলে নাগরিকরা কীভাবে নিরাপত্তা পাবে?’ — ইসলামী আন্দোলনের ফজলুল করীমের তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম বলেন, “বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে গত ১০ মাসে ১২৭ জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে যখন নিজের দলের নেতাকর্মীও নিরাপদ নয়, তখন সাধারণ নাগরিকরা কীভাবে নিরাপত্তা পাবে?” শুক্রবার (২০ জুন) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ফজলুল করীম বলেন, “যারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তাদের কাছে আইন-শৃঙ্খলা নিরাপদ নয়। যারা জোর করে পক্ষে রায় নিয়ে মেয়রের চেয়ারে বসে, তাদের কাছে মানুষের সম্মানের কোনো দাম থাকবে না।”
তিনি আরও বলেন, “অনেকেই ভরসা করেন যে আগামীতে কোনো নতুন দল আসবে। কিন্তু বাংলাদেশের ৩৮ শতাংশ নতুন ভোটার ‘ধানের শীষ’ প্রতীক জানেই না, তারা শহীদ জিয়াউর রহমানকেও চিনে না।”
ফজলুল করীম বলেন, “আবু সাঈদ কতবার জন্ম নেবেন? কত রক্ত দিতে চাইবেন? আমরা আর অবৈধ কোনো সরকার বা চাঁদাবাজকে ক্ষমতায় আনতে এক বিন্দু রক্ত দিতে রাজি নই। আমরা ক্ষমতায় এলে এমন পরিবেশ তৈরি করব, যেখানে কেউ অবৈধ কিছু ভাবতেও পারবে না।”
সমাবেশে ইসলামী আন্দোলন রংপুর মহানগর সভাপতি আমিরুজ্জামান পিয়াল সভাপতিত্ব করেন। প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বক্তব্য দেন।
এর পাশাপাশি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন:
- রংপুর-১: এ টি এম গোলাম মোস্তফা বাবু
- রংপুর-২: মাওলানা আশরাফ আলী
- রংপুর-৩: আমিরুজ্জামান পিয়াল
- রংপুর-৪: জাহিদ হোসেন
- রংপুর-৫: অধ্যক্ষ গোলজার হোসেন
সমাবেশে দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন