জিয়া পরিবারের শিক্ষাখাতে অবদান স্মরণে নাটোরে শিক্ষক সমাবেশ, দুলুর মন্তব্যে রাজনীতির বার্তা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার মানুষের পাশে থেকেছে। বিশেষ করে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য।”
শনিবার (২১ জুন) দুপুর ১২টায় নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, “১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবার শিক্ষকদের বেতন ৪০% বৃদ্ধি করেন। এরপর ১৯৮০ সালে আরও ৫০% বৃদ্ধি করেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ৮০% এবং ২০০৬ সালে শতভাগ বেতন নিশ্চিত করেন। যা এখনো শিক্ষকদের প্রাপ্য রয়েছে।”
তিনি আরও বলেন, “২৬ মার্চ ‘আমি মেজর জিয়া বলছি’— এই ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ১৯৭৮ সালে বহুদলীয় গণতন্ত্র চালু করেন।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গে দুলু বলেন, “দেশে যখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় মানুষ অপেক্ষা করছিল, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৌশলী নেতৃত্বে দলটি সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠেছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজন হলে শিক্ষাখাতকে সরকারি করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন:
- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ
- সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ
- যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন
- সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু
- নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম
- আহমেদুল হক চৌধুরী স্বপন প্রমুখ
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন