দ্বিকক্ষ সংসদ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে জামায়াত, ডা. তাহেরের প্রধান উপদেষ্টাকে বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশ ইতিবাচক দিকে এগোচ্ছে এবং জনগণের মধ্যে আশাবাদী মনোভাব গড়ে উঠেছে। তবে তিনি অভিযোগ করেন, অতীতের মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে এখনো বড় অন্তরায় রয়েছে।
শনিবার বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে বরিশাল বিভাগের ২১টি আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “দেশের মানুষ অনেকটাই জেগে উঠেছে। এখন সময় মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার। গুন্ডা দিয়ে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না—শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনই একমাত্র পথ। ভোটারবিহীন নির্বাচন আর মেনে নেবে না দেশবাসী।”
তিনি সমতা নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ার ওপর গুরুত্বারোপ করেন এবং হুঁশিয়ার করেন যে, ষড়যন্ত্রমূলক নির্বাচন হলে জনগণ তা প্রতিরোধ করবে।
ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর বিষয়ে ডা. তাহের বলেন, “আমরা চাই দেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠিত হোক— লোয়ার হাউস ও আপার হাউস। আপার হাউস হবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। পাশাপাশি, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এমন বিধান করতে হবে।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার হাতে ইতিমধ্যেই একটি নোবেল এবং আন্তর্জাতিকভাবে অনেক সম্মান রয়েছে। আপনি চাইলে ভবিষ্যতে আরও একটি নোবেল পেতে পারেন— যদি আপনি বিচ্যুত বাংলাদেশকে সঠিক রেললাইনে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান ও বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।
সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের পরিচয়ও তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী।
আপনার মতামত লিখুন