মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি দেশের আট বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিভাগীয় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আলাদাভাবে প্রকাশিত এক সতর্ক বার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে ব্যাপক মেঘ সৃষ্টি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সতর্কতার অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরকেও সচেতন থাকতে বলা হয়েছে।