সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নির্বাচনি আইন ও বিধি’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন। প্রশাসনের সহায়তা, সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ এবং আইনি কাঠামোর মধ্যে থেকেই নির্বাচন আয়োজন করতে হয়। এজন্য সরকার ও কমিশনের মধ্যে সময়মতো আলোচনা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের নিজস্ব একটি কর্মপরিকল্পনা রয়েছে। প্রয়োজনে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হতে পারে। তবে নির্বাচন নিয়ে সরকার ও ইসির মধ্যে যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা চলবে বলেও উল্লেখ করেন সিইসি।
আপনার মতামত লিখুন