নির্ধারিত সময়েই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে এবং তফসিলও নির্ধারিত সময়েই জানানো হবে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘নির্বাচনি আইন ও বিধি’ বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন হলেও নির্বাচন পরিচালনার জন্য সরকারের সহযোগিতা অপরিহার্য। সরকারি অফিসারদের সহায়তা, প্রশাসনের সমন্বয় এবং আইনি কাঠামোর জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে হয়। তবে, তিনি স্পষ্ট করেন যে, সরকারের সঙ্গে ইসির নিয়মিত যোগাযোগ হয় না, আবার একেবারেই হয় না সেটাও নয়। বিষয়ভিত্তিক প্রয়োজন অনুযায়ী যোগাযোগ হয়ে থাকে।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, তারা এটিকে ‘রোডম্যাপ’ নয় বরং ‘কর্মপরিকল্পনা’ হিসেবে দেখেন। নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কর্মপরিকল্পনা তৈরি শুরু হয়েছে। এতে নির্ধারণ করা হয়েছে কোন কাজ কখন শুরু ও শেষ হবে। তিনি বলেন, যে কোনো বড় অফিস বা কার্যক্রমের মতো নির্বাচন কমিশনেরও একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা থাকে, এবং সেই অনুযায়ী কাজ চলছে।
সরকারের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি ফরমাল বা ইনফরমাল যেভাবেই হোক না কেন, নির্বাচন প্রক্রিয়ায় এমন যোগাযোগ স্বাভাবিক। এর জন্য আলাদাভাবে কোনো ঘোষণা বা আনুষ্ঠানিকতা প্রয়োজন নেই। এছাড়া, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি সংস্কারের বিষয়টিও মাথায় রেখেই কার্যক্রম পরিচালনা করছে বলে জানান সিইসি।
সব মিলিয়ে, সিইসি আশ্বস্ত করেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং জনগণ যথাসময়ে সব তথ্য জানতে পারবে।
আপনার মতামত লিখুন