পুতিনের দাবি: ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
পুতিনের দাবি: ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে না

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না। তিনি বলেন, এই বিষয়ে রাশিয়া বহুবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানায়, মস্কো ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই বার্তা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

শনিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, পুতিন ইরান ইস্যুতে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন এবং বলেছেন, ইরানকে ঘিরে আতঙ্কের কোনও ভিত্তি নেই। তবে এই অবস্থান নিয়ে পশ্চিমা বিশ্বে ভিন্নমত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছেন, তার জাতীয় গোয়েন্দা প্রধান ভুল বলেছেন। কারণ, ওই গোয়েন্দা প্রধান মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিয়ে বলেছিলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না। ট্রাম্পের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও বিতর্কিত করেছে।

এদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রাশিয়ার প্রস্তুতির কথা বারবার জানিয়ে আসছেন। তবে পশ্চিমা কিছু সূত্র থেকে দাবি করা হচ্ছে, ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। সবমিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে পারমাণবিক বিতর্ক ফের নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।