ফেনী শহরের সৌন্দর্য বর্ধনে ফুল গাছের চারা রোপণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
ফেনী শহরের সৌন্দর্য বর্ধনে ফুল গাছের চারা রোপণ

ফেনী পৌরসভা শহরের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন রোড ডিভাইডারে ফুল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। সোমবার (২৩ জুন) সকালে জেল রোডের ডিভাইডারে এই চারা রোপণ করে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, মোহাম্মদ হিরন মিয়া ও কন্জারভেন্সী ইন্সপেক্টর ছরওয়ার জাহান। এরপর শহরের বিভিন্ন রোড ডিভাইডারে নানারকম ফুল গাছের চারা রোপণ করা হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন শহরের ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং খাল-বিল সংস্কারে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছেন, যা পৌরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।