দেবিদ্বারে নিম্নমানের কার্পেটিং কাজ বন্ধ করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
দেবিদ্বারে নিম্নমানের কার্পেটিং কাজ বন্ধ করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার দেবিদ্বরে এলজিইডি বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ সড়কের নিম্নমানের কার্পেটিং কাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার বিকেল নিজ এলাকায় যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সড়কটি পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা এই সড়কটি সুবিল ফতেহাবাদ ও রসুলপুর ইউনিয়নের সংযোগকারী এবং প্রায় ২০ গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।

পরিদর্শনকালে সদ্য কার্পেটিং করা অংশ থেকে পিচ সহজেই তুলে নেওয়া যায় দেখে তিনি এলজিইডির উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকারকে ঘটনাস্থলে ডেকে কাজ বন্ধের নির্দেশ দেন।

উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র জানান, ২০১৮ সালে এই সড়কের মেকাডাম কাজ শেষ হলেও করোনা মহামারীর কারণে কার্পেটিং কাজ দেরিতে হয়েছে। চলতি বছরের মে মাসে কাজ শুরু হলেও নিম্নমানের হওয়ায় তা বন্ধ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা হবে।