যশোর অভয়নগরে কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যা মামলার পলাতক আসামি জয়নাল গাজী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
যশোর অভয়নগরে কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যা মামলার পলাতক আসামি জয়নাল গাজী গ্রেপ্তার

যশোরের অভয়নগর থানার পুলিশ কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যা মামলার পলাতক আসামি জয়নাল গাজী (৩২) কে গ্রেপ্তার করেছে। জয়নালের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশি দাওও উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম জানিয়েছেন, রোববার গভীর রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার মশিহাটি গ্রামের মকবুল হোসেনের বাড়ি থেকে জয়নালকে প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে, অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের দক্ষিণপাড়ায় মিজান গাজীর বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাও উদ্ধার করা হয়।

জয়নাল গাজী একই এলাকার মৃত ওহাব গাজীর ছেলে। মামলার প্রধান ভুক্তভোগী, কুয়েতপ্রবাসী হাসান শেখের মরদেহ ১৫ জুন নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছিল। নিহত হাসান শেখ ছিলেন নাউলীর হাবিবুর রহমান শেখের ছেলে এবং কুয়েতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতেন।

হত্যার পরদিন নিহতের বড় ভাই মুন্না শেখ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬-৭ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। এর মধ্যে পাঁচজন আগে গ্রেপ্তার হলেও, জয়নাল গাজী পলাতক ছিল।

ওসি মো. আব্দুল আলিম জানান, জয়নাল গাজীকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।