লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা বিএনপির ৮ ইউনিয়নে কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা বিএনপির ৮ ইউনিয়নে কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির আওতাধীন ৮টি ইউনিয়নে কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের নেতৃত্ব নির্ধারণের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. ইউসুফ ভূঁইয়ার ফেসবুক পেজে কাউন্সিলের তারিখ প্রকাশের পর থেকেই নির্বাচনী মাঠে পদপ্রত্যাশীরা সরব হয়ে উঠেছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২৫ জুন চরশাহী, ২৬ জুন হাজিরপাড়া, ২৭ জুন চন্দ্রগঞ্জ, ২৮ জুন দিঘলী, ২৯ জুন উত্তরজয়পুর, ৩০ জুন কুশাখালী, ১ জুলাই মান্দারী এবং ২ জুলাই দত্তপাড়া ইউনিয়নে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল সম্পন্ন হয়েছে। এখন ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলররা সরাসরি ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—মোট তিনটি পদে নির্বাচন করবেন। নির্বাচিত নেতৃত্ব ও সার্চ কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠিত হবে।

মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং বিভিন্ন এলাকায় তাদের পোস্টার, ব্যানার ও পেস্টুনে দেয়াল ছেয়ে গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা, এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৩ হাজার টাকা। কাউন্সিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা জেলা বিএনপির গঠিত আপিল ট্রাইব্যুনালে দাখিল করা যাবে।

এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সদস্য হিসেবে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন (সাবু) এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব।

দলীয় সূত্রের মতে, এবার কাউন্সিলকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তৃণমূল থেকে শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপি কাজ করছে।