বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধে সোনারগাঁওয়ের শ্রমিকরা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মালেক জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কাচপুরে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, মালেক জুট মিল কর্তৃপক্ষ টানা চার সপ্তাহের বেতন বকেয়া রেখেই কোনো পূর্বনোটিশ ছাড়াই হঠাৎ করে মিল বন্ধ ঘোষণা করে। এ ঘোষণার প্রতিবাদ জানিয়ে এবং বকেয়া বেতনের দ্রুত পরিশোধের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ‘বকেয়া বেতন চাই’, ‘শ্রমিক ছাঁটাই চলবে না’—এমন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে কাচপুর এলাকা।
বিক্ষোভকারীরা হুঁশিয়ার করে বলেন, আজকের মধ্যেই বেতন পরিশোধ করতে হবে। নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মিল বন্ধ করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন।
বিক্ষোভের খবর পেয়ে মালেক জুট মিলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মাকসুদুর রহমান এবং কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তারা শ্রমিকদের আশ্বস্ত করেন যে, আজকের মধ্যেই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক থেকে সরে গেছেন। তবে কর্তৃপক্ষ প্রতিশ্রুতি পালন না করলে তার দায়ভার মালিকপক্ষকেই নিতে হবে।
আপনার মতামত লিখুন