নোয়াখালীতে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নোয়াখালী সদর উপজেলার স্বাস্থ্য সহকারীরা ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’সহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিটি আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন এবং বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ডিগ্রিধারীদের ১৪তম গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নয়ন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ধারাবাহিক পদোন্নতি ও উচ্চতর গ্রেডে উন্নয়ন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাইন উদ্দিন। বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সভাপতি মোছলেহ উদ্দিন, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, সারা দেশে উপজেলা পর্যায়ে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী কাজ করছেন, যারা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধ, টিকাদান, মা ও শিশুর সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁদের পদোন্নতি, বেতন ও মর্যাদার বিষয়ে দীর্ঘদিন ধরেই অবহেলা করা হচ্ছে।
তারা অভিযোগ করেন, ৪০ বছরেরও বেশি সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেও তারা রয়ে গেছেন বঞ্চিত। অপ্রতুল জনবল ও সীমিত সুযোগ-সুবিধা নিয়েও স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বক্তারা অবিলম্বে তাঁদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোরালো আহ্বান জানান।
আপনার মতামত লিখুন