খাগড়াছড়ির রামগড়ে বাস খাদে, আহত ৯ যাত্রী

খাগড়াছড়ির রামগড় উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৯ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী বাসটি মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাহবুবনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই সময় বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন।
আহত যাত্রী মো. ইব্রাহিম জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। মুন্সিগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের সময় অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। যাত্রীরা বারবার চালককে সতর্ক করলেও তিনি কোনো কর্ণপাত করেননি। আরেক যাত্রী জানান, দুর্ঘটনার আগে চালকের চোখ লাল হয়ে ঘুমঘুম লাগছিল, কিন্তু তার অমনোযোগিতাই শেষ পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের জালিয়াপাড়ার বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঘটনার তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন