পাকুন্দিয়ায় মোটরসাইকেল-টমটম সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ভাই হাসপাতালে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও গাছবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং তাঁর চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার পুলেরঘাট-হোসেন্দি সড়কের নারান্দি বাজারের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভী আহমেদ (৩০) পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উত্তর আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গুরুতর আহত অনিক (১৩) রিজভীর চাচাতো ভাই ও পাটুভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম ইদ্রিস আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভী আহমেদ তার ভাই অনিককে নিয়ে মোটরসাইকেলে পুলেরঘাট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নারান্দি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি টমটমের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা সড়কের পাশে ছিটকে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন। অনিকের অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, টমটমটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার চাইলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন