গাইবান্ধার সাঘাটা উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল ধানের বীজ বিক্রির বিরুদ্ধে অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল ধানের বীজ বিক্রির বিরুদ্ধে অভিযান

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে অনুমোদনহীন ও ভেজাল ধানের বীজ বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৪ জুন) সকালে অভিযান চালিয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল। এ সময় জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ সহায়তা প্রদান করেন।

অভিযানটি আসে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পর, যেখানে সাঘাটায় অনুমোদনহীন ধানের বীজ ছড়িয়ে পড়ার অভিযোগ উঠে এসেছে। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও কৃষকের জন্য ক্ষতিকর বীজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লাইসেন্সবিহীন বীজ বিক্রির জন্য কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয়। কর্মকর্তারা ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, “কৃষকের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কেউ আইনের বাইরে গিয়ে ব্যবসা করতে পারবে না।”