রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতামূলক কর্মশালা

“আমরা সবাই অঙ্গীকার করি, মাদক সেবন বন্ধ করি” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে একটি জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এই কর্মশালা আয়োজন করা হয়। কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিজিবির অন্যান্য কর্মকর্তা, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক একটি জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের বক্তব্য ছিল, মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে পরিবারসহ সমাজকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে দেশের যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পায়। পাশাপাশি মাদকের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কর্মশালায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শতাধিক ছাত্র-ছাত্রী, পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন