ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

সোমবার (২৩ জুন) কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে বিবিসি অ্যারাবিক। এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
বিবিসি পার্সিয়ান অ্যাক্সিওস ওয়েবসাইটের বরাত দিয়ে জানা গেছে, ইরানের এই হামলার খবর একটি নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার মাধ্যমে পাওয়া গেছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক আমেরিকান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীকে হামলা করার জন্য তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে।
এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রায় এক ঘণ্টা আগে কাতার দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়।
উল্লেখ্য, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
আপনার মতামত লিখুন