ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভির বরাতে জানা গেছে, তেহরানে ইসরায়েলি বাহিনী পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভালি আসরের প্রধান রাস্তার কাছে সাবেরের ওপর হামলা চালানো হয়।

গত ১৩ জুন থেকে ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের অন্তত ১০ জনের বেশি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তারা। এছাড়া ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অনেককেই এই হামলায় হারিয়েছে ইরান।