ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতি শুরু: ইরানি টেলিভিশনের দাবি
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সরকারি টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, ‘যুদ্ধবিরতি কার্যকর’ হয়েছে। এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পরই যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র বীরশেবাতে একটি ভবনে আঘাত হানে, যার ফলে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইরানের এই মন্তব্যের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন