ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের তালা খুলে দেওয়া হবে, তবে প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষের তালা খোলা হবে না

রোববার (২২ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল থেকে নগর ভবনের সব তালা খুলে দেওয়া হবে। তবে প্রশাসক এবং প্রকৌশলীদের কক্ষের তালা খোলা হবে না। এছাড়া, আঞ্চলিক অফিসসহ নাগরিক সেবা পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানানো হয়েছে।
ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান এ আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার ষড়যন্ত্র মোকাবিলায় আন্দোলনরত সকলের সচেতনতা জরুরি। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের নাগরিক সেবা যেমন জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, কর আদায়, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও অন্যান্য সেবা অব্যাহত রাখার নির্দেশ দেন।
মশিউর রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং তারা স্থানীয় সরকার উপদেষ্টার ফ্যাসিস্ট ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করবে। কোন দুর্নীতিবাজ বা স্বৈরাচারের সহযোগী ঢাকায় নগর ভবন বা আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করলে প্রতিহত করা হবে। যদি কেউ দায়িত্বে গাফিলতি করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে নগর ভবনের বেশ কিছু কক্ষে শিকল দিয়ে তালাবদ্ধ রাখা হয়। এছাড়া, পূর্ববর্তী সরকারের দোসরদের নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নতুন কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও বাধা দেয়া হবে।
আপনার মতামত লিখুন