অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ও ‘নতুন বাংলাদেশ দিবস’
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যেদিন ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এছাড়া, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা দিবস ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছে।
গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। প্রতিবছর যথাযথভাবে এই তিন দিবস পালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্টের ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ‘ক’ শ্রেণিতে এবং অপর দুটি দিবস ‘খ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন