যমুনা নদীতে পানি উত্তালের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

যমুনা নদীতে হঠাৎ করে পানি উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বুধবার (২৫ জুন) বিকেল ৪টা থেকে এই সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, নদীতে প্রবল ঢেউ ও স্রোতের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
প্রায় সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।
এই সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রী ও লঞ্চ চালকদের ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক যাত্রী ঘাটে আটকে পড়েন, কেউ কেউ বিকল্প হিসেবে ফেরি ব্যবহার করে নদী পার হওয়ার চেষ্টা করেন। তবে সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং যাত্রীরা গন্তব্যে ফিরতে সক্ষম হন।
আপনার মতামত লিখুন