প্রশ্নফাঁসের হুমকি সব সময়ই থাকে, তবে সরকার তৎপর: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

প্রশ্নফাঁসের হুমকি সব সময়ই থাকে, তবে তা রোধে সরকার সতর্ক ও তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “দুষ্টু চক্র তো সবসময়ই প্রশ্নফাঁসের চেষ্টা করে। তবে আমরা এসএসসি পরীক্ষা যেভাবে সুষ্ঠুভাবে নিয়েছি, আশা করি এইচএসসিতেও পারব।”
প্রশ্নপত্র নিরাপত্তা নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “প্রশ্নপত্র নির্দিষ্ট স্থানে পৌঁছানো, সেগুলোর নিরাপদ হেফাজত নিশ্চিত করা, পরীক্ষার কিছু সময় আগে কেন্দ্রগুলোতে সরবরাহ করা—সবই বিস্তারিত পরিকল্পনার অংশ। আমার বিশ্বাস, আমরা সফল হব।”
পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার প্রসঙ্গে তিনি বলেন, “করোনার ঝুঁকি এড়াতে কেন্দ্রগুলোতে আগেই স্বাস্থ্যবিধি পাঠানো হয়েছে। পরীক্ষার্থীদের মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। আসন বিন্যাসও স্বাস্থ্যবিধি অনুসারে করা হয়েছে।”
ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রগুলোকে জমে থাকা পানি, আবর্জনা এবং জঙ্গল পরিষ্কার রাখতে নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি উল্লেখ করে তিনি বলেন, “চলতি বছর ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৫০.৬ শতাংশ নারী এবং ৪৯.৪ শতাংশ পুরুষ।”
বৃহস্পতিবার সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। কারিগরি বোর্ডের অধীনে তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৭ জুলাই পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১৮ থেকে ২৪ জুলাই।
সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন