বদলির জন্য তদবির করলে কঠোর ব্যবস্থা, প্রমাণ দিলে পুরস্কার: কৃষি সচিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
বদলির জন্য তদবির করলে কঠোর ব্যবস্থা, প্রমাণ দিলে পুরস্কার: কৃষি সচিব

বদলির জন্য তদবির করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। একই সঙ্গে কেউ তদবিরের প্রমাণ দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে আয়োজিত “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন” প্রকল্পের জাতীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব।

কর্মশালায় প্রকল্প পরিচালক মুহাম্মদ আব্দুল হালিম প্রকল্পের কার্যক্রম তুলে ধরে জানান, বর্তমানে দেশে প্রায় ৫ কোটি ফলের চারা উৎপাদিত হচ্ছে। রপ্তানিযোগ্য এমডি-২ জাতের আনারসের চারা উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া বছরব্যাপী কাঁঠাল উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে কাঁঠাল রপ্তানি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী, ডিএই-এর প্রকল্প বাস্তবায়ন উইংয়ের পরিচালক মো. আব্দুস সাত্তার এবং প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ।

প্রসঙ্গত, ২০১৫ সালে শুরু হওয়া “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন” প্রকল্পটি তৃতীয় সংশোধনের মাধ্যমে চলতি বছরের জুনে শেষ হচ্ছে। প্রকল্পটি দেশীয় ফলের পাশাপাশি বিদেশি ফলের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর ফলে দেশে ফল উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।