তিনটি জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন করল অন্তর্বর্তীকালীন সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
তিনটি জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন করল অন্তর্বর্তীকালীন সরকার

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওঠা অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের বিতর্কিত ভূমিকা নিয়ে তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুপারিশ প্রণয়নে একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি মহলে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছে। এসব নির্বাচনে ভোটারদের মতামত উপেক্ষা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বিজয়ী করার অভিযোগ রয়েছে। এতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সে লক্ষ্যেই গঠিত এই কমিটি বিগত নির্বাচনের সব অভিযোগ যাচাই করে নিরপেক্ষ অনুসন্ধান চালাবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন এবং সুপারিশমালা সরকারের কাছে দাখিল করবে বলেও জানানো হয়েছে।