ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলে নবীনদের ফুল দিয়ে বরণ করেছে বিএনপি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখা। নবাগতদের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানাতে এই আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হল শাখার ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ, সাকিব বিশ্বাস, সাজ্জাদ, তামিম, সাদ, তানভীর, মাহফুজ, পালাশ, রাফি, রাতুল, বাশারসহ অনেকে।
বিজয় একাত্তর হল ছাত্রদলের নেতারা জানান, দীর্ঘদিন পর ক্যাম্পাসে স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছেন, যা তারা ছাত্রদের স্বার্থে কাজে লাগাতে চান। তারা বলেন, অতীতে ছাত্রলীগের দখলদারিত্বের কারণে বিএনপিপন্থী ছাত্রদের জন্য ক্যাম্পাসে প্রবেশ এবং সংগঠন পরিচালনায় নানা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু বর্তমানে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে তারা কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছেন, যা একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন