ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে ২৮ বাংলাদেশি পাকিস্তান সীমান্তে, দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপের ২৮ বাংলাদেশি নাগরিক সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান সরকারের সহযোগিতায় এই ২৮ জন শিগগিরই সীমান্ত এলাকা থেকে করাচিতে পৌঁছাবেন। সেখান থেকে বিমানে করে তারা দুবাই হয়ে বাংলাদেশে ফিরবেন। ফেরত পাঠানোর প্রক্রিয়ার শুরুতে আগ্রহী ৯২ জন বাংলাদেশির একটি তালিকা প্রস্তুত করে পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তালিকার ভিত্তিতেই ধাপে ধাপে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথম দফায় ফেরত আনা ২৮ জনের মধ্যে অসুস্থ ব্যক্তি, নারী, শিশু এবং যারা চিকিৎসার জন্য ইরানে গিয়েছিলেন—তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বর্তমানে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের জড়ো করার কাজ করছে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, পাকিস্তানে প্রবেশের পর ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশিদের দেশটি ত্যাগ করতে হবে। তাই ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা চলছে।
এদিকে, তেহরানে অবস্থানরত প্রায় ২০০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে বর্তমানে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আছেন যারা শুরুতে দেশে ফেরার ব্যাপারে আগ্রহ দেখালেও এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীরা মনে করছেন তাদের বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদ রয়েছে, তাই তারা কিছুটা সময় নিতে চান। কারণ একবার দেশে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার ফিরে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
সরকারি উদ্যোগে বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় পাকিস্তান সরকারের সহযোগিতা এবং দ্রুত সমন্বয়ের বিষয়টি কূটনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন