আন্দোলনের প্রেক্ষাপটে এনবিআরের অচলাবস্থা নিরসনে আলোচনায় অগ্রগতি, শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
আন্দোলনের প্রেক্ষাপটে এনবিআরের অচলাবস্থা নিরসনে আলোচনায় অগ্রগতি, শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া অচলাবস্থা নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর প্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ২৬ জুন বিকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং এনবিআরের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।

বিস্তৃত আলোচনার পর সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—এক, কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা; দুই, এনবিআর কর্তৃক ইস্যু করা কর্মকর্তাদের সাম্প্রতিক দুটি বদলির আদেশ পুনর্বিবেচনা করা; এবং তিন, আগামী ১ জুলাই বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি এবং এনবিআরের সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা হবে।

সরকার আশা প্রকাশ করেছে যে, আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি, দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও জনসেবামূলক কার্যক্রম সচল রাখতে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, এনবিআর কর্মকর্তারা ‘নিপীড়নমূলক বদলির’ আদেশ প্রত্যাহার এবং এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। ২৪ জুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এসব দাবি পূরণ না হলে ২৯ জুন থেকে কর অঞ্চল, ভ্যাট অফিস ও কাস্টমস স্টেশনগুলোতে সম্পূর্ণ শাটডাউনের হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় রেখে অর্থ উপদেষ্টা নিজেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন এবং সংকট সমাধানে এই অগ্রগতি অর্জিত হয়।