জনগণের ঐক্যবদ্ধতায় মাথা উঁচু করতে পারবে না কোনো সরকার: এনসিপি উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জনগণের ঐক্যবদ্ধতা থাকলে ভবিষ্যতে কোনো সরকারই মাথা তুলে দাঁড়াতে পারবে না। যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো, ততদিন এই বাংলাদেশে কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আজকের সমাবেশে লক্ষ লক্ষ ছাত্র-জনতার উপস্থিতি দেখে মনে হচ্ছে, তারা ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। আমরা সেই স্মৃতিকে বুকে ধারণ করে শহীদদের আত্মত্যাগ ও রক্তকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। প্রপাগান্ডা বা বিদেশি এজেন্টের কোনো চক্রান্ত আমাদের থামাতে পারবে না।
তিনি জোর দিয়ে বলেন, যারা ’২৪ সালের পর অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, তারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ফ্যাসিস্ট কোনো নামে, কোনো দল কিংবা ব্যক্তিকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যতে মাথা উঁচু করতে পারবে না।
সারজিস ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের শৃঙ্খলা এবং জনগণের সেবা করার মনোভাবের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, তারা ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজ করছেন এবং মাঠ পরিষ্কার করাও তাদের কাছে দৃষ্টান্ত।
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিংয়ের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, অনেক মানুষ এভাবে নিহত হয়েছে। তাই আগামী দিনে কেউ যেন কাউকে টার্গেট কিলিংয়ের শিকার করতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
সারজিস আলম বলেন, তাদের লড়াইয়ের মূল ভিত্তি হলো বিচার ও সংস্কার। তিনি পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, পিআর নিয়ে আরও শক্তভাবে কাজ করতে হবে।
তিনি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করেন, জনগণের ঐক্য যদি বজায় থাকে, তাহলে ’২৪ সালের মতো আবারও এনসিপি আগামীর বাংলাদেশে লড়াই করবে।
সারজিস আলম শেষ পর্যন্ত বলেন, ’২৪ এর অভ্যুত্থানের স্পিরিট, খুনিদের বিচারের দাবি ও রাষ্ট্র সংস্কারের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশা আল্লাহ রাজপথের লড়াইয়ে আবার দেখা হবে। যত বড়ই খুনি বা নেতাই ফ্যাসিস্ট হয়ে উঠুক, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো।
আপনার মতামত লিখুন