কুমিল্লার মুরাদনগরে নারীর বিবস্ত্র নির্যাতন: জামায়াত আমির শফিকুর রহমানের কঠোর শাস্তির দাবি

কুমিল্লার মুরাদনগরে এক নারীর বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী নারী।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রবিবার (২৯ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রতিবাদ জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন। তিনি ঘটনাটিকে ‘পাশবিক’ হিসেবে বর্ণনা করে বলেন, লম্পটদের যেকোনো মূল্যে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ঘটনাটি ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় মামলা করেন। স্থানীয়রা ধর্ষককে আটক করেও আহত অবস্থায় তিনি পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে মূল আসামিসহ গ্রেফতার করেছে। ভুক্তভোগী ওই নারী ১৫ দিন আগে বাপের বাড়ি বেড়াতে এসেছিলেন।
এমন নিষ্ঠুর ঘটনার জন্য সংশ্লিষ্টদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন